বৃষ্টিতে ফসল নষ্ট, দুই দিনে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ শতাংশ

ফাইল ছবি।
ফাইল ছবি।

প্রকাশ :

সংশোধিত :

গত দুই দিনে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০ শতাংশেরও বেশি বেড়ে ১০০-১২০ টাকায় পৌঁছেছে। 

নভেম্বরের বৃষ্টিপাতের ফলে বঙ্গোপসাগরে চলমান নিম্নচাপের কারণে পাবনা, রাজশাহী এবং ফরিদপুর অঞ্চলে নতুন ফসল নষ্ট হয়ে গেছে।

ঢাকার পশ্চিম ধানমন্ডির মসলা বিক্রেতা আলতাফ আলী বলেন, এই অঞ্চলের পেঁয়াজ চাষীরা এখন বীজ পেঁয়াজ (মুড়িকাটা) চাষের জন্য ভোজ্য পেঁয়াজ সংগ্রহ করছেন।

তিনি বলেন, পেঁয়াজ ক্ষেতে ক্ষতির কারণে স্থানীয় পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে।

তিনি বলেন, মোকাম (জেলা পেঁয়াজ উৎপাদন কেন্দ্র) এলাকায় একদিনে প্রতি কেজিতে ১৫-২০ টাকা দাম বেড়েছে।

tonmoy.wardad@gmail.com 

সর্বশেষ খবর